সংসার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা জীবন সংসার নিয়েই মানুষের বাঁচতে হয়, দিন-যাপন করতে হয়। বলা চলে, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হলো সংসার। দু'টো মানুষের সারাজীবন একত্রে থাকার সেতুবন্ধন। সংসার সাধারণের মাঝে অসাধারণ একটি বিষয়। আর যদি হয় চড়ুইয়ের সংসার; তবে সেই সংসারে নানান দারুণ ব্যাপার-স্যাপার ঘটে থাকে। অনেক চড়াই-উতরাই পারি দিতে হয়। মান-অভিমানও কান্ড বহুবার ঘটে। অবশ্য সেই মান-অভিমান ভুলে, দিনশেষে দু'টো মানুষ একত্র হয়, তাদের দু'টি হৃদয় মিলেমিশে এক হয়ে যায়। এই মান-অভিমানকে পাশে সরিয়ে রেখে সাংসারিক জীবনে একে-অপরের হাত ধরে প্রতিটি বসন্ত পার করে দেওয়াকে ভালোবাসা বলে। আবার বসন্ত এসে সাংসারিক জীবনকে আরো মোহময় করে তোলে।
"বই টা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। তাজরীন আর রুবায়াত কে যতো পড়ি তত ভালো লাগে। এই টাই আমার সবচেয়ে বেশি ভালো যে মুহূর্ত টা লাগছে তা হলো রুবায়াত এর তাজরীন কে বলা "ভালোবাসি মোর দেন ইউ বউ আমার" এই টা আমার সব থেকে বেশি ভালো লাগছে 🥰।তবে তিতান কে অনেক মিস করছি আমি 🥹।তনে সত্যি অনেক বেশি সুন্দর ছিল। ওদের পড়ে আমার মনে হয় কখনো মন ভরে না। এই বার ও মন ভরে নি।"
বই টা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। তাজরীন আর রুবায়াত কে যতো পড়ি তত ভালো লাগে। এই টাই আমার সবচেয়ে বেশি ভালো যে মুহূর্ত টা লাগছে তা হলো রুবায়াত এর তাজরীন কে বলা "ভালোবাসি মোর দেন ইউ বউ আমার" এই টা আমার সব থেকে বেশি ভালো লাগছে 🥰।তবে তিতান কে অনেক মিস করছি আমি 🥹।তনে সত্যি অনেক বেশি সুন্দর ছিল। ওদের পড়ে আমার মনে হয় কখনো মন ভরে না। এই বার ও মন ভরে নি।
Read all reviews on the Boitoi app
Osadharon , amazing chilo golpo ta apu ❤️❤️❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno 💖💖🌹🌹💖💖